এমপি আনার হত্যা

নেপালে গ্রেপ্তারকৃত সিয়ামকে হেফাজতে নিয়েছে ভারতের সিআইডি: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ১২:৪৭| আপডেট : ০৭ জুন ২০২৪, ১২:৫৮
অ- অ+

এমপি আনার হত্যাকাণ্ডে বাংলাদেশে তিনজন এবং ভারতে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে বন্দি বিনিময় চুক্তি থাকায় এই হত্যাকাণ্ডে জড়িত নেপালে গ্রেপ্তারকৃত আরেক আসামি সিয়ামকে কলকাতা সিআইডি নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

তিনি জানান, ভারত-বাংলাদেশ দুই দেশেই তদন্ত চলছে। তদন্তকারীদের সিদ্ধান্ত অনুযায়ী যেকোন এক দেশে আনার হত্যার বিচার হবে।

শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, যেখানে ঘটনা সংগঠিত হয়, সেখানেই তদন্ত হয়, এটি একটি ‘সেফট রুল’। কিন্তু আমাদের দেশের আইনেও আছে বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে আমরা বিচার করতে পারব।'

কিন্তু আমরা যতটুকু জেনেছি কলকাতা সিআইডি মামলাটি তদন্ত করছে এবং তাদের কাছে দুই আসামি রয়েছে একজনকে তারা গ্রেপ্তার করেছে আরেকজনকে নেপাল থেকে নিয়ে এসেছে। আমাদের কাছেও তিনজন আছে। ভারতও তদন্ত করছে আমরাও তদন্ত করছি। এক পর্যায়ে সিন্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই হত্যার বিচার হতে পারে।

(ঢাকাটাইমস/৭জুন/এলএম/কেএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পৃথিবীর একমাত্র প্রাণী যার দুধের রঙ কালো, নাম শুনলে চমকে উঠবেন
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এক দিনে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় আক্রমণ, ৫৪ ফিলিস্তিনি নিহত
আম গাছ পাকা নাকি কার্বাইডে পাকানো? চেনার সহজ উপায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা