সিরাজদিখানে নারী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাদিম শেখ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত নাদিম শেখ মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের অধিবাসী ওমর আলী শেখের ছেলে।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ মুজাহিদুল ইসলাম সুমন।
জানা যায়, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের নাদিম শেখ একজন প্রবাসী। আসামি নাদিম শেখ বিভিন্ন সময় ভূক্তভোগী নারীকে বিভিন্ন অশালীন কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে কু-প্রস্তাব দিতেন, তবে তিনি কখনো রাজী হন নাই।
গত ২২ মে বুধবার ভূক্তভোগী নারী বাড়িতে একা থাকা অবস্থায় ঘড়ে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে দরজা বন্ধ করে হাত মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে নাদিম শেখকে গ্রেপ্তার করে সিরাজদিখান থানা পুলিশ।
এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোক্তার হোসেন বলেন, বাদী বিজ্ঞ আদালতে পিটিশন মামলা করেন।
(ঢাকাটাইমস/০৭জুন/জেবি/এমআর)

মন্তব্য করুন