রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৪, ১৪:০০| আপডেট : ০৮ জুন ২০২৪, ১৪:০৯
অ- অ+

রাজধানীর বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর রেলস্টেশন এলাকায় মেরিডিয়ান সুইচ গেট সংলগ্ন ডাউন রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে।

এছাড়া শনিবার ভোরের দিকে খিলক্ষেত বাজার রেলগেট এলাকায় কমলাপুর রেলস্টেশনগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তার বয়স হবে ৩০ থেকে ৩৫ বছর।

তবে এখনো নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তাদের ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/০৮জুন/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা