পূবাইলে ইমামের হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল   

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ১৮:৩২
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইলে গণপিটুনির পর কারাগারে ইমাম রইজ উদ্দিনের মৃত্যুতে তার স্ত্রীর করা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

রবিবার বেলা ১১টার দিকে পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ তালগাছিয়ার টেক এলাকায় টঙ্গী-জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিলটি করা হয়।

জানা গেছে,শুক্রবার মৃত রইজ উদ্দিনের স্ত্রী পূবাইল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন।

অন্যদিকে ভিকটিম শিশুর বাবার করা নারী ও শিশু নির্যাতন মামলায় রইজউদ্দিনকে কারাগারে প্রেরণ করেছিল পুলিশ। পরে যৌন হয়রানির শিকার ৫ ভিকটিম শিশু নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দিও দিয়েছিল।

মৃত রইজ উদ্দিন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গসংগঠন ঢাকা মহানগর ইসলামি ছাত্র সেনার সাবেক সভাপতি ও ইসলামি যুব সেনার সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত আড়াইমাস ধরে পূবাইলের হায়দরাবাদ তালগাছিয়া আখলাদুল মাজার জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।

(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা উত্তরের যুবলীগ নেতা সফুর উদ্দিন গ্রেপ্তার
খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত ঢাকা মহানগর উত্তর বিএনপি: আমিনুল হক 
কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা