পূবাইলে ইমামের হত্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গাজীপুর মহানগরের পূবাইলে গণপিটুনির পর কারাগারে ইমাম রইজ উদ্দিনের মৃত্যুতে তার স্ত্রীর করা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
রবিবার বেলা ১১টার দিকে পূবাইলের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ তালগাছিয়ার টেক এলাকায় টঙ্গী-জয়দেবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে এই বিক্ষোভ মিছিলটি করা হয়।
জানা গেছে,শুক্রবার মৃত রইজ উদ্দিনের স্ত্রী পূবাইল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন।
অন্যদিকে ভিকটিম শিশুর বাবার করা নারী ও শিশু নির্যাতন মামলায় রইজউদ্দিনকে কারাগারে প্রেরণ করেছিল পুলিশ। পরে যৌন হয়রানির শিকার ৫ ভিকটিম শিশু নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ২২ ধারা অনুযায়ী আদালতে জবানবন্দিও দিয়েছিল।
মৃত রইজ উদ্দিন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গসংগঠন ঢাকা মহানগর ইসলামি ছাত্র সেনার সাবেক সভাপতি ও ইসলামি যুব সেনার সক্রিয় সদস্য ছিলেন। তিনি গত আড়াইমাস ধরে পূবাইলের হায়দরাবাদ তালগাছিয়া আখলাদুল মাজার জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন।(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন