টেকনাফে ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে ২ বিজিবির অভিযানে ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত মিয়ানমারের নাগরিক মৃত আব্দুল আমিনের কামাল হোসেন (৪২)।
রবিবার দুপুরে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণপূর্বক, ব্যাটালিয়ন অধিনায়ক শনিবার রাতে সাবরাং বিওপি’র দায়িত্বাধীন এলাকায় একটি সুসমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়ন করা হয়। পরে, মধ্যরাতে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফ নদীর মিয়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রুত অভিযান পরিচালনার জন্য নিয়োজিত করা হয়। বিআরএম-৪ হতে ৫ এর মধ্যবর্তী স্থানে অবস্থানরত বিজিবির টহলদল অধিনায়কের নির্দেশনা মোতাবেক মিয়ানমারের সন্দেহজনক নৌযানটিকে সীমান্তে ধাওয়া করলে তারা মিয়ানমার অংশের নাফ নদীর আরো গভীরে চলে যায়। এসময় নাফ নদীতে দুজন মাদক বহনকারী সাঁতারুর অবস্থান শনাক্ত করা গেলে বিজিবি নৌ টহলদলসমুহের সমন্বিত অভিযানে একজন আসামি বিশেষভাবে মোড়কজাত এক লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ধরা পড়ে। কিন্তু রাতের অন্ধকারে একজন মাদকবহনকারী দ্রুত সাঁতরে সীমান্তের অপরপাশে পালিয়ে যায়।
আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।
(ঢাকা টাইমস/০৪মে/এসএ)

মন্তব্য করুন