গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ।
গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর মহানগর ১৩ নং যুবলীগ সদস্য নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দিপু।
রবিবার রাত পৌনে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে হাসনাত আব্দুল্লাহ ঢাকায় ফিরছিলেন। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকাবস্থায় ৪/৫টি মোটরসাইকেলে তার গাড়িতে হামলা করে। হামলায় তিনি হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ভেঙ্গে গেছে। হাসনাতের কাছ থেকে বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়েছে। হামলাকারীদের খুঁজে বের করতে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। অন্যান্য হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি মো. শাহিন খান জানান, সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েকটি মোটরসাইকেলে করে এসে সন্ত্রাসীরা হাসনাত আব্দুল্লার ওপর হামলা করেছে। এ ঘটনায় আমরা কাজ করছি।প্রসঙ্গত, রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন এবং গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির নেতাকর্মীরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ের সামনে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভে অংশ নেন।
এর আগে হাসনাত আব্দুল্লার ওপর সন্ত্রাসী হামলার খবর ছড়িয়ে পড়লে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতাকর্মীরা।(ঢাকাটাইমস/০৪মে/এমআর)

মন্তব্য করুন