পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০২৫, ২৩:৪৬
অ- অ+

রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. মোস্তফা (৪৩), মো. ফরিদ প্রাং (৩৪), আ. রহিম (৫৫), ফয়সাল মৃধা, সেলিম মিয়া (৪৭), বাদশা মিয়া (৪৭), মুরাদ হোসেন (৪০), বাদল আহম্মেদ (৪৫), জহিরুল ইসলাম (৪৬), আব্দুল আল মামুন (৪০), মোহাম্মদ জীবন (২২), রাকিব চৌকিদার (২৮), মো. রনি (২৭), হারুন মিয়া (৫২), আরমান (৩০), মোছা. পারভীন আক্তার (৫০), ইকবাল হোসেন (২৫), আল আমিন (২০), মেহেদী হাসান (৩২), জয়নাল আবেদীন শেখ, ফাতেমা ইসলাম, মেহেদী হাসান রনি সরকার (২৬), সোহেল রানা, গোলাম রাব্বী (২৬), মো. তুহিন (২৫) ও মো. আকাশ (২১)।

রবিবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি, এসি এবং পল্লবী থানার অফিসার ইনচার্জের (ওসি) তত্ত্বাবধানে পল্লবী থানার নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম এসব আসামি গ্রেপ্তার করে।

এদিন রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৪মে/এলএম/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকার সদ্য জন্ম নেওয়া এনসিপির পৃষ্ঠপোষকতা করছে: নূরুল হক 
নিহত শিক্ষিকা মাসুকা বেগমের কবরে বিমান বাহিনীর ‘গার্ড অব অনার’
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ১৬৪ জন
মাইলস্টোনের আকাশে খসে পড়া তারাগুলো
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা