লালমনিরহাটে প্রক্সি পরীক্ষা দেয়ায় ১০ শিক্ষার্থীর কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৭, ২১:৪৪

শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রংপুর গংগাচড়া উপজেলার নিবারন সর্দারের ছেলে কারমাইকেল কলেজের ছাত্র লিটন সরকার, নীলফামারী জেলা সদরের ইসমাইল হোসেনের ছেলে উত্তর বাংলা ডিগ্রি কলেজের ছাত্র সৌরভ আহমেদ, একই জেলার ডিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে বেরোবি ছাত্র আব্দুল আজিজ, লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলার বছর উদ্দিনের ছেলে বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র নয়ন হোসেন, দিনাজপুর জেলার খানসামা এলাকার আব্দুর রশিদের ছেলে কারমাইকেল কলেজের ছাত্র মজিবুল ইসলাম, রংপুর মিঠাপুকুরের আমিন উদ্দিনের মেয়ে কারমাইকেল কলেজের ছাত্রী উম্মে হাবিবা, রংপুর শহরের লুৎফর রহমানের মেয়ে কারমাইকেল কলেজের ছাত্রী লিমা বেগম, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিবালা বর্মনের ছেলে বেরোবি ছাত্র সুরঞ্জিৎ চন্দ্র বর্মন, নিলফামারীর ডিমলা এলাকার একরামুল হকের ছেলে বেরোবি ছাত্র শাহীন আলম ও একই এলাকার আব্দুস সালামের ছেলে হাতিবান্ধা আলিম উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র রমজান আলী।

মজিদা খাতুন মহিলা কলেজের অধ্যক্ষ রবীন্দ্রনাথ রায় জানান, অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী হিসেবে ওই ১০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। এসময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ওই ১০ ছাত্র-ছাত্রীর প্রত্যেককে এক বছর করে কারাদণ্ডের আদেশ দেন।

লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজাপ্রাপ্তদের সন্ধ্যায় জেল হাজতে প্রেরণ করা হয়।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :