এবার বুবলীর নায়ক সজল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১৪:১২| আপডেট : ২৮ মে ২০২৫, ১৮:৪৮
অ- অ+

রোজার ঈদে মুক্তি পাওয়া 'জংলি' সিনেমা দিয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন শবনম বুবলী। আসন্ন কোরবানির ঈদেও আসছে এই নায়িকার নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা...’। এর মধ্যেই জানা গেল রাশেদা আক্তার লাজুকের পরিচালনায় 'শাপলা শালুক' সিনেমার শুটিং করছেন এই নায়িকা।

অবশ্য ছবিটির নাম বদলে যেতে পারে বলে জানালেন এর পরিচালক। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

ইতোমধ্যে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং শুরু হয়েছে।

বুবলী জানালেন, এই লোকেশনে আগে কখনো শুটিং করেননি তিনি, ‘দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।

তিনি আরো বলেন, ‘যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সব সময় গুরুত্ব দিই। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।

সিনেমায় বুবলী ও সজলের পাশাপাশি সুমন আনোয়ার, দিলরুবা দোয়েলসহ আরও অনেকেই অভিনয় করছেন।

(ঢাকাটাইমস/২৮মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এবার শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট
‘পুলসিরাত’ বদলে হলো ‘সরদার বাড়ির খেলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা