বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৫, ২১:৫৭
অ- অ+

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন ও এস এম বজলুর রশিদ।

নির্বাচন কমিশনকে নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াত, যাতে লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। ওই রুলের ওপর শুনানির ৩৬ তম দিন শেষে আজ বৃহস্পতিবার রায় দেওয়া হলো।

রায়ের প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর আউয়াল কমিশন বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। সকল শর্ত প্রতিপালন করা হলেও কমিশন বিমাতাসুলভ আচরণ করেছে। আমরা নির্বাচন কমিশনের নানা প্রতিকূলতা অতিক্রম করে মহামান্য আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি। লেবার পার্টি সুস্থধারার জনকল্যাণমুখী রাজনীতি ও রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন উদ্যমে কাজ করবে। গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার ও আইনের শাসন কায়েমের জন্য তৃণমূল পর্যায়ে লেবার পার্টিকে ইতিবাচকভাবে পৌঁছাতে সচেষ্ট থাকবো।

(ঢাকাটাইমস/২৯মে/জেবি/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা