এবার শাকিব ও সন্তানদের নিয়ে অপু-বুবলীর পাল্টাপাল্টি পোস্ট

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২৫, ১১:৪৪| আপডেট : ২৮ মে ২০২৫, ১২:১৩
অ- অ+

আবারও শাকিব ও সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে জড়ালেন অপু-বুবলী।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের দুই স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সামাজিক মাধ্যমের লড়াইটা নতুন কিছু নয়। দুজনই মাঝেমধ্যেই শাকিব খান ও সন্তানদের নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দেন, যা নিয়ে শুরু হয় তাদের ভার্চুয়াল লড়াই।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শবনম বুবলীর গলায় মালা দিলেও তাকেও এখন জীবনের অতীত বলে মনে করেন এই নায়ক। একাধিক সাক্ষাৎকারে অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিজের প্রাক্তন স্ত্রী বলেই দাবি করেছেন শাকিব খান।

তবে অপু-বুবলীর ক্ষেত্রে বরাবরই দেখা গেছে ভিন্ন চিত্র। তারা দুজনেই এখনও শাকিবকে নিজের স্বামী বলেই দাবি করেন। বিশেষ দিনগুলোতে নায়ককে নিয়ে নানা স্মৃতি ও রোমাঞ্চে ভাসেন। এবারও দেখা গেল তেমনই এক চিত্র।

দুই নায়িকার সংসারেই রয়েছে শাকিব খানের দুই সন্তান, আব্রাম খান জয় ও শেহজাদ খান বীর। মঙ্গলবার দুপুরে শাকিব খানের সঙ্গে ছেলে বীরের আদরমাখা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন শবনম বুবলী। যেখানে দেখা যায়, বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব। কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন। আবার কোনোটায় খুনসুটিতে মেতে রয়েছেন। বাবা ছেলে মিষ্টি মুহূর্তের এই ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের কিছু একান্ত মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

সেই ছবিগুলোর ক্যাপশনে অপু লেখেন, “বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

অপু বিশ্বাস যে বুবলীকে খোঁচা মেরে পোস্টটি দিয়েছেন তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। এরপরই বুবলী ও অপু বিশ্বাসের ভক্তদের মধ্যে লড়াই শুরু হয়। কেউ বুবলীর সমালোচনা শুরু করেন, কেউ কেউ অপু বিশ্বাসের।

শাকিবকে নিয়ে অপু-বুবলীর এমন কাঁদা ছোড়াছুড়ির ঘটনা এবারই প্রথম নয়। প্রায়ই ঘটছে। তবে সেসব ঘটনায় এবার উঠে এলো দুই সন্তানের প্রতি নায়কের ভালোবাসার চিত্র।

(ঢাকাটাইমস/২৮মে/আরকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাকিবের ‘তাণ্ডব’ ফোরকাস্টেই কাঁপছে ঢালিউড
শাকিব খানের শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের, যা জানা গেল
পাইরেসির কবলে শাকিব খানের ‘বরবাদ’, থানায় জিডি
সিলেটের বিপেক্ষে টস জিতে ব্যাটিংয়ে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা