রোনালদোর জন্য সাত নম্বর জার্সি ছাড়লেন কুয়াদরাদো

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০১৮, ০৮:৩৯| আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০৮:৪৬
অ- অ+

জুভেন্টাসের নতুন তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর জন্য সাত নম্বর জার্সিটি ছেড়ে দিলেন কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াদরাদো। আর পর্তুগিজ সুপারস্টার তার ‘সিআর সেভেন’ ব্যান্ড পেয়ে বেশ আনন্দিত হয়ে ধন্যবাদ জানিয়েছেন কুয়াদরাদোকে।

রোনালদো তুরিনের ক্লাবে যোগ দেওয়ার আগে ক্লাবটির সাত নম্বর জার্সিটি ছিল কুয়াদরাদোর। গত মাসে ক্লাবটিতে যোগ দেন রোনালদো। যার কারণে নতুন সতীর্থকেই নিজের জার্সি তুলে দিলেন এই কলম্বিয়ান তারকা।

জার্সি পেয়ে রোনালদো বলেন,‘এটা আমার খুব প্রিয় নম্বর। শুরুতেই জার্সি নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছিলাম আমি। কুয়াদরাদোর সঙ্গেও কথা বলেছিলাম। কারণ সাত নম্বর জার্সিটি তার ছিল।’

জার্সি দিয়ে রোনালদোকে কলম্বিয়ান তারকা বলেন,‘আমার জন্য এটা কোনো সমস্যা নয়। রোনালদোকে সাত নম্বর জার্সিটি দেওয়া, আমার জন্য আনন্দের হবে।’

নিজের প্রিয় জার্সি পাওয়ায় রোনালদো জানান,‘আমি অনেক অবাক। কারণ ক্লাব আমাকে এই বিষয়ে সাহায্য করেছিল এবং কুয়াদরাদো খুব ভালোভাবে মেনে নিয়েছিল। সাত নম্বর নিয়ে খেলতে পেরে আমি সত্যি খুশি।’

এই দিকে রোনালদোকে সাত নম্বর জার্সি দিয়ে কলম্বিয়ান ফুটবলার কুয়াদরাদো এখন ১৬ নম্বর জার্সি পরেই মাঠে নামবেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এইচএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে সালিস বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা