অনেক মোটা নায়িকা খুঁজছে জাজ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৫
অ- অ+

হলিউড কিংবা বলিউড, সব ইন্ডাস্ট্রিতেই নায়িকা হওয়ার প্রথম শর্ত শারীরিক গঠন হালকা পাতলা হতে হবে। শরীরে মেদ থাকলে চলবে না। এক কথায়, জিরো ফিগারের হতে হবে।

কিন্তু দেশের নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নেমেছে মোটা নায়িকার সন্ধানে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ঘোষণা দেন জাজের কর্ণধার আবদুল আজিজ।

ঘোষণায় লেখা ‘নায়িকা আবশ্যক’। আবদুল আজিজ জানান, খুব শিগগির তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি নতুন ছবি নির্মিত হবে। এই ছবির জন্য নায়িকা প্রয়োজন। নায়িকাকে অবশ্যই মোটা হতে হবে। বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে, উচ্চতা হতে হবে ৫.৪ ইঞ্চি।

ছবির চিত্রনাট্য অনুযায়ী একজন মোটা নায়িকা দরকার। মোটা না হলে যোগাযোগ না করার অনুরোধ জানিয়েছেন জাজ কর্তা। তবে চমকের এখানেই শেষ নয়। আবদুল আজিজ জানিয়েছেন, নায়িকা মোটা হলেও নায়ক হবেন একেবারেই চিকন।

আবদুল আজিজ জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠা করেন ২০১১ সালে। ২০১২ সালের অক্টোবরে তার প্রযোজিত প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ মুক্তি পায়। ওই ছবির প্রধান চরিত্রে ছিলেন বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি। আরও ছিলেন প্রয়াত অভিনেতা রাজ রাজ্জাক।

গত ছয় বছরে ২০টি ছবি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। এর মধ্যে সাতটি যৌথ প্রযোজনার ছবিও রয়েছে। যেগুলো ভারতের এসকে মুভিজের সঙ্গে প্রযোজনা করেছেন আবদুল আজিজ। তাদের অধিকাংশ ছবিরই নায়ক-নায়িকা বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি।

ঢাকা টাইমস/১৯ ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
দাম্পত্য কলহের জেরে যমজ ২ শিশুকে পুকুরে ফেলে হত্যা করেন মা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা