‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩২
অ- অ+

সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, ‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই জাতি গড়ার কারিগরদের মূল্যায়ন ছাড়া সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আমরা যদি শিক্ষকদের মূল্যায়ন না করি, শিক্ষকদের মর্যাদা সম্পর্কে সচেতন না হই- তাহলে সুশিক্ষিত সমাজ গড়ে তোলা সম্ভব হবে না।’

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ অফিসার্স হলরুমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

ডা. মিল্লাত বলেন, ‘আজকের দিন শিক্ষকদের জন্য সম্মানের। দেশের শিক্ষার উন্নতির জায়গা হচ্ছে প্রাথমিক শিক্ষা। এই স্তরে শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের মূল্যায়ন করতে হবে এবং তাদের ন্যায্য দাবিগুলো সর্বাধিক গুরুত্ব দেয়া প্রয়োজন।’

সিরাজগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নূর শামসুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা