টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় দুই অটোযাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৬ মার্চ ২০১৯, ২০:২৩
অ- অ+

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশন মাস্টার জালাল উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতদের একজন অটোরিকশা চালক। তিনি সদর উপজেলার কুইচবাড়ী এলাকার কাউছার আহমেদ। আর অপরজন অটোরিকশার যাত্রী রসুলপুর এলাকার বিমলেশ তালুকদারের স্ত্রী রেখা তালুকদার।

আহতদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল থেকে সিএনজিচালিত অটোরিকশাটি রসুলপুর যাচ্ছিল। রাস্তায় ওই এলাকার রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ দুইজন নিহত হন।

এ ঘটনায় আহত পিংকি চক্রবর্তী ও মিলাদ্রী চক্রবর্তীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৬মার্চ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা