বিইউপিতে ‘ফোকফেস্ট', থাকছেন অর্ণব

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১২
অ- অ+

শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চার আবহ ছড়িয়ে দেয়ার প্রয়াসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজন করেছে লোকধারার সংগীত অনুষ্ঠান ‘ফোকফেস্ট-২০১৯’।

৮ ও ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠেয় এই আয়োজনে সংগীতের সঙ্গে থাকবে লোক নৃত্যও। এতে সুরমূর্ছনায় শ্রোতাদের মাতাতে থাকবেন শিল্পী শায়ন চৌধুরী অর্ণব।

ফোক ফেস্টের উদ্যোগ নেয়া বিইউপি কালচারাল ফোরাম ক্লাব জানায়, নগরায়নের ছোঁয়ায় মূলধারার সংস্কৃতি ভুলে গিয়ে যে প্রজন্ম সৃষ্টি হচ্ছে তাদের সাথে লোকধারার সংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন।

তাদের আশা, লোক উৎসব ছুঁয়ে যাক প্রতিটি তারুণ্যের অন্তরে। শহুরে অবসাদ দূর হোক উৎসবে।

শিক্ষার্থীদের সংগঠন বিইউপি কালচারাল ফোরাম ক্লাব শুরু থেকেই কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ফোক ফেস্টের আয়োজন করতে যাচ্ছে।

‘শহুরে ছকে শেকড়ের খোঁজে’ মূলভাবকে ধারণ করে আয়োজিত এ উৎসবে বিশেষ মাত্রা যোগ করতে উপস্থিত থাকবেন কথা সাহিত্যিক আনিসুল হক।

আর শেষদিনে গানে গানে মাতাবেন জনপ্রিয় সংগীত শিল্পী অর্ণব।

ফোক ফেস্ট-২০১৯ এর টাইটেল স্পন্সর হিসেবে থাকছে আইএফআইসি ব্যাংক। প্রিন্ট মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক যুগান্তর ও ঢাকা টাইমস।

এছাড়া, ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এনটিভি, ফুড পার্টনার মিস্টার গোস্ত এবং রেডিও পার্টনার হিসেবে থাকছে রেডিও ফুর্তি।

অনুষ্ঠান শুরু হবে প্রতিদিন সকাল নয়টায়। চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত।

ঢাকাটাইমস/০৬সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যেসব বিষয়ে ঐকমত্য হয়নি সেগুলো আলোচনা হচ্ছে: আলী রীয়াজ
পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না: রিজভী
কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা