দুই সম্মেলনে যোগ দিতে দুই দেশ সফরে স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬
অ- অ+
ফাইল ছবি

দুই দিনব্যাপী ইউরেশীয় দেশগুলোর স্পিকারদের সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাজধানী নূর সুলতানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রবিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাত দিনের সফরে স্পিকারদের সম্মেলনে শেষে সেখান থেকে ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালায় যাবেন শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউরেশীয় দেশগুলোর স্পিকারদের চতুর্থ সম্মেলনে যোগ দিতে স্পিকারের সঙ্গী হিসেবে থাকছেন হুইপ ইকবালুর রহিম, সংসদ্য সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাওছার।

নূর সুলতানে সম্মেলন শেষে কমনওয়েলথ দেশগুলোর পার্লামেন্টের সংগঠন সিপিএর সম্মেলনে যোগ দিতে উগান্ডার রাজধানী কাম্পালায় যাবেন স্পিকার। সেখানে স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকবেন হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য আব্দুস শহীদ, মো. আবু জাহির, মোহাম্মাদ নজরুল ইসলাম।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এনআই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা