মাথায় বজ্রপাত, তবু জীবিত মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০১৯, ১৩:৩৪

একদিন বৃষ্টির মধ্যে হেঁটে যাচ্ছিলেন বাবু। হঠাৎ করেই তার মাথার ওপর বজ্রপাত হয়। কিন্তু তাতে মরেন না বাবু। কয়েকদিন পরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে বাবু এলাকার সবাইকে বলেন, তার হাতে বিশেষ ক্ষমতা আছে। এরপর সবার বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রতারণা শুরু করেন।

এরপর কী হয়? সেটা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়। কারণ এটি বাস্তবের কোনো ঘটনা নয়, রিল লাইফের গল্প। রশিদুর রহমানের লেখা এমন গল্প নিয়ে ‘ম্যাগনেট বাবু’ নামে নাটক নির্মাণ করেছেন তপু খান। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাট্য জগতের অন্যতম জনপ্রিয় তারকা মোশাররফ করিম।

নতুন এ নাটক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘একেবারেই ভিন্ন ধরনের গল্প। এমন গল্পে আমি এর আগে অভিনয় করিনি। ভিন্ন গল্প, ভিন্ন চরিত্র। দর্শকরা নাটকটি বেশ উপভোগ করবেন বলে আমি মনে করি।’

পরিচালক জানান, ‘নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে সেটি রয়েছে সম্পাদনার টেবিলে। খুব শিগগির ‘ম্যাগনেট’ বাবু’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে।’

ঢাকাটাইমস/০৩ অক্টোবর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :