সড়ক আইনে আপত্তি থাকলে বসে সমাধানের আহ্বান নাসিমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৫০| আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৫২
অ- অ+
ফাইল ছবি

সড়ক পরিবহন আইনে কোনো সমস্যা থাকলে মানুষকে জিম্মি করে নয় টেবিলে বসে সমাধানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ‘সড়ক পরিবহনের কারো যদি আইন নিয়ে কথা থাকে মালিক হোক, শ্রমিক হোক টেবিলে বসে সমস্যার সমাধান করুন।’

নাসিম বলেন, ‘ধর্মঘট করে, মানুষকে জিম্মি করে, আন্দোলন আমরা সমর্থন করি না। মানুষকে জিম্মি করে কোনও রাজনীতি আমরা অতীতে করি নাই ভবিষ্যতেও করব না।’

‘সড়কের ব্যাপারে আমরা সব সময় বলেছি যে, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। যে আইনটি করা হয়েছে আমরা মনে করি বাস্তবায়নের পথে রয়েছে। জনগণকে আমরা অনুরোধ করবো, আপনারা আইন বাস্তবায়নে আমাদের সহযোগিতা করুন।’

এসময় দায়িত্ববান ব্যক্তিদেরও ধর্মঘট নিয়ে একটু সতর্কভাবে কথা বলার পরামর্শ দেন এই আওয়ামী লীগ নেতা।

প্রধানমন্ত্রীকে দেয়া বিএনপির চিঠির সমালোচনা করে নাসিম বলেন, ‘হঠাৎ করে দেখলাম তারা মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিল। পার্লামেন্ট চলেছে, পার্লামেন্টে তারা এই বিষয় নিয়ে একটি শব্দও বলে নাই।’

‘তারা চিঠি দিয়েছে চুক্তি হয়েছে বলে। কিন্তু চুক্তি তো কোনোটাই হয়নি হয়েছে সমঝোতা স্মারক। এই কথা বলার অর্থটা কি? এখন তো কোন ইস্যু নাই। একটা নিউজ করা, নিউজ করা হচ্ছে বিএনপির একটা অভ্যাস।’

বিএনপির উদ্দেশ্যে ১৪ দলের সমন্বয়ক নাসিম বলেন, ‘আপনাদের অনেক ইস্যুই আপনারা হারিয়েছেন। ব্যর্থ হয়েছেন ইস্যু তৈরি করতে। আমরা বারবার বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যাই হোক দেশবিরোধী কোনো কাজ অতীতেও করেন নাই, ভবিষ্যতেও করবেন না। তিনি যা করেছেন দেশের স্বার্থে করেছেন।’ পেঁয়াজের মূল্য বৃদ্ধি ও চালের দাম উঠানামা বিষয়ে খাদ্য, বাণিজ্য ও কৃষি মন্ত্রণালয়ের সমন্বয় বাড়ানোরও পরামর্শ দেন ক্ষমতাসীন দলের এই নেতা।

এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৯নভেম্বর/টিএ/ডিএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা