ভারতে নাগিন নাচের কারণে এক শিক্ষক বরখাস্ত, দুইজন শোকজ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৩:৫৪
অ- অ+

ভারতের রাজস্থানের জালোরে একটি টিচার্স ট্রেনিং সেন্টারে শিক্ষকদের প্রশিক্ষণের বিরতিতে নাগিন নাচ নেচে ফেঁসে গেছেন তিনি শিক্ষক। ইতোমধ্যে এদের একজনকে বরখাস্ত ও বাকি দুইজনেক শোকজ নোটিশ দেয়া হয়েছে। সন্তুষ্টজনক উত্তর না পাওয়া গেলে তাদেরকেও বরখাস্ত করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বুধবার জালোরে শিক্ষকদের একটি ট্রেনিং চলাকালে বিরতিতে একঘেয়েমি দূর করতে নাগিন ড্যান্সে অংশ নেন তিন শিক্ষক। তাদের মধ্যে একজন ছিলেন ওই ট্রেনিংয়ের প্রধান ট্রেনার। এই সময় অন্যান্য সহকর্মীরা নাচের ভিডিও করছিলেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়।

আর সেই ভিডিও ভাইরাল হওয়াই কাল হয়ে দাঁড়াল ওই তিন শিক্ষকের ওপর। আচরণবিধি ভঙ্গের অভিযোগে ওই ট্রেনারকে বরখাস্ত করেছেন জালোরের জেলা শিক্ষা অধিদফতর। জালোরের জেলা শিক্ষা কর্মকর্তা অশোক রোয়েশ্বল বলেন, যে শিক্ষক নাগিন ড্যান্সের আয়োজনে ছিলেন, আমরা তাকে বরখাস্ত করেছি। নাচে অংশ নেয়া অন্য দুই শিক্ষককে শোকজ লেটার দিয়েছি। তাদের সতর্ক করে দেয়া হয়েছে।

এছাড়া অন্য দুজনকে বরখাস্ত না করে সতর্ক করা হলো কেন– প্রশ্নে তিনি ভারতীয় ওই গণমাধ্যমকে জানান, ওই দুজন একেবারেই নতুন। হয়তো নিয়ম ঠিকমতো জানেন না। তাই তাদের সুযোগ দেয়া হচ্ছে। নাচে কোনো ক্ষতি নেই, কিন্তু আচরণবিধি তো মানা উচিত। একজন ট্রেনার এমনটি করলে কীভাবে ট্রেনিং চলবে?

ভিডিওতে দেখা গেছে, শ্রেণিকক্ষের মেঝেতে নাগিন হয়ে ফণা তুলছেন এক নারী শিক্ষক। হাতের রুমালকে বীণ বানিয়ে বাজানোর অভিনয় করছেন অপর এক শিক্ষক। তার বীণে নাচছেন সেই শিক্ষিকা। ছোবল দিতে উদ্যত হয়েছেন। পুরো বিষয়টি কক্ষের সবাই উপভোগ করছিলেন অন্যরা।

তবে ট্রেনারকে বরখাস্তের প্রতিবাদ করেছেন জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেছেন, ওই তিন শিক্ষক তো শুধু বিরতির সময়টা উপভোগ করছিলেন। এতে কি ট্রেনিংয়ের ক্ষতি হয়েছে? অশালীন কিছু ঘটেছে? এমন তো কিছুই ঘটেনি। সরকারি কর্মকর্তারা কি সহকর্মীদের সঙ্গে একটু মজাও করতে পারবেন না?

শিক্ষকদের নাগিন নাচের সেই ভাইরাল ভিডিও-

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই অভ‍্যুত্থানের অংশীদারেরা একে অপরকে হেয় করে কথা বলা বন্ধ করুন: এবি পার্টি
গণতন্ত্র নস্যাৎ করার জন্য একটি দুষ্ট চক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা করছে: মঈন খান
চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে বিএনপি
ভালুকায় বজ্রপাতে একজনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা