যশোরে ড্রোন সাদৃশ্য বস্তু উদ্ধার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ২১:৫৪
অ- অ+

যশোর শহরের খড়কী এলাকা থেকে ড্রোন সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে খড়কী এলাকার স্নেহা ছাত্রাবাস থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এক মাস আগে স্নেহা ছাত্রাবাসের ওপর ড্রোনটি উড়ে আসে। ছাত্রাবাসের ছাত্ররা সেটি নিজেদের কাছে রেখে দেয়। সংবাদটি পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দেয়।

বিকালে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াত মাহমুদ ড্রোন সাদৃশ্য বস্তু উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ড্রোন সাদৃশ্য বস্তুটি বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার জন্য ব্যবস্থা নেয়া হবে।

কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হায়াত মাহমুদ ড্রোন সাদৃশ্য বস্তু উদ্ধার হয়েছে। সেটি কি ধরনের বস্তু বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বিষয়টি আমিও শুনেছি।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক সুশাসন বিলম্ব হলে দেশ পিছিয়ে যাবে: লিটন 
নির্বাচন বিলম্বিত করতে প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছে সরকার: যুবদল
মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতিহাসে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপে ইতালি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা