জাতিসংঘের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন টিআইবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৮| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৬
অ- অ+

অন্যদের স্বচ্ছতা বজায় রাখতে বললেও জাতিসংঘ নিজেদের ক্ষেত্রে স্বচ্ছতা মেনে চলে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান ও সুশাসন বিষয়ক এক অনুষ্ঠানে বৃহস্পতিবার এমন অভিযোগ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘের কাছে তাদের কর্মসূচির পরিচালনা ব্যয় সম্পর্কে বহুবার জানতে চেয়ে তারপর তথ্য পাওয়া গেছে উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে কর্মসূচি চালাতে তাদের পরিচালনা ব্যয় কত আমরা জানতে চেয়েছি। এসব তথ্য বহুবার চাওয়ার পর তাদের কাছ থেকে পেয়েছি।’

‘জাতিসংঘ জানিয়েছে, সর্বনিম্ন ৩ শতাংশ এবং সর্বোচ্চ ৩২ শতাংশ ব্যয় হয়েছে। এটি জাতিসংঘের নিজেদের পরিচালন ব্যয়। কিন্তু তারা নিজেরা কোনও কর্মসূচি বাস্তবায়ন করে না। সহযোগী সংস্থাগুলো এসব কর্মসূচি বাস্তবায়ন করে। সহযোগী সংস্থাগুলোর পরিচালন ব্যয় কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্ত। এর ফলে এখানে এ ব্যয় দুইবার গণনা হচ্ছে।’

তবে প্রকৃতপক্ষে জাতিসংঘের পরিচালন ব্যয় কতটুকু তা একমাত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বলতে পারবে মন্তব্য করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘কিন্তু তারা এ ধরনের তথ্য প্রকাশ করতে চায় না। জাতিসংঘ আমাদের কাছে নিজেদের স্বচ্ছতা বজায়কারী সংস্থা হিসেবে প্রকাশ করে। কিন্তু বাস্তবে আমরা এর প্রতিফলন দেখি না।’

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমালিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত পাঁচজন
শাহরুখ খানের পছন্দের খাবার যেভাবে খেলে বশে থাকবে ওজন, জানালেন নিজেই
মঙ্গল গ্রহে প্রাণ নেই কেন? নাসার নতুন গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য
ভেষজ পেয়ারা ক্যানসার ও ডায়াবেটিসের মোক্ষম দাওয়াই
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা