হোবার্টে প্রথম দেখা হয়েছিল শোয়েব-সানিয়ার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৭:১৪
অ- অ+

বোন আনম মির্জার সঙ্গে মোহাম্মদ আজহারউদ্দিন পুত্র আসাদউদ্দিনের বিয়ের আগে অনুষ্ঠানের নানা ছবি পোস্ট করলেন সানিয়া মির্জা। প্রকাশ্যে এল শোয়েব মালিকের সঙ্গে তাঁর প্রেমকাহিনীর অজানা পর্ব।

কীভাবে সানিয়া বিয়ের আগে শোয়েবের সঙ্গে পরিচিত হন? সানিয়াই জানিয়েছেন, তাঁরা বিয়ের আগে মাত্র একবারই দেখা করেছিলেন। এর পরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০১০ সালের ১২ এপ্রিল শোয়েবকে বিয়ে করেন সানিয়া। তার আগে তাঁরা দেখা করেছিলেন অস্ট্রেলিয়ার হোবার্টের এক রেস্তোরাঁয়।

সানিয়া বলেছেন, ‘আমরা একে অন্যকে অনেক দিন থেকে চিনতাম। আমরা দেখা করি হোবার্টের এক রেস্তোরাঁয়। সন্ধ্যা ছয়টার পর। সে সময় ওখানে কোনও পশুপাখিও থাকে না। মানুষের কথা তো দূর অস্ত।’

সঙ্গে যোগ করছেন, ‘পরে আমি বুঝতে পারি, ওই রেস্তোরাঁয় আমি গিয়েছিলাম কারণ, সে সময় আমি ওখানে ছিলাম। আমি ভাগ্যকেই হয়তো সব কৃতিত্ব দেব, কিন্তু আসলে হয়তো তা নয়...। কে জানে!’

ঘটনাচক্রে এই হোবার্টেই প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে আসছেন সানিয়া নতুন বছরের জানুয়ারিতে। ছেলে হওয়ার দু’বছর পর কোর্টে ফিরছেন তিনি। শেষবার তিনি খেলেছিলেন ২০১৭ চীনা ওপেনে।

সানিয়া বলছেন, ‘আমি হোবার্টে খেলব। তারপর অস্ট্রেলিয়ান ওপেন। পরের মাসে মুম্বাইয়ে একটা টুর্নামেন্টেও খেলার ইচ্ছা রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি।’

এরপর জুড়ে দিচ্ছেন, ‘সন্তান হওয়ার পর মেয়েদের শরীরে অনেকরকম পরিবর্তন আসে। তোমার রুটিন এবং ঘুমের ধরনে বদল ঘটে। তবে, এখন আমি ফিট। ছেলে হওয়ার আগে আমার শরীর যেমন ছিল, সেই জায়গায় নিয়ে আসতে পেরেছি। তবে, ছ’সাত মাস আগেও ভাবিনি, এটা সম্ভব হবে।’

বোনের ছবি পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘জীবনে অনেক কিছুই ঘটে। জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যার জন্য গর্ব করা যায়। এক সপ্তাহ ধরে আমি এটা পরখ করছি।’

(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা