বনানীতে চীনা যুবকের মাটিচাপা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৩| আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮
অ- অ+

রাজধানীর বনানীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম গাওয়ে। তিনি বাংলাদেশে বাংলাদেশে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।

বুধবার বেলা ১২টার দিকে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে মাটি খুঁড়ে বিদেশি যুবকের লাশ উদ্ধার করে। কখন তাকে মাটিচাপা দেওয়া হয়েছিল সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানতে পেরেছি তিনি বাংলাদেশে কাপড়ের ব্যবসা করতেন। আমরা তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

কীভাবে মৃত্যু হলো কিংবা কেউ হত্যা করে মাটিচাপা দিয়েছে কি-না সেসব বিষয় নিয়ে অনুসন্ধান করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের জন্য তিন নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে।

চীনা নাগরিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

ঢাকাটাইমস/১১ডিসেম্বর/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির
রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের: নাছির
ষড়যন্ত্র করে নির্বাচন আটকানো যাবে না, রাজপথেই নির্বাচন আদায় করব: সপু
দেশবাসী প্রস্তুতি নেন, গোপালগঞ্জকে আবুসাইদগঞ্জ বানাতে হবে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা