উত্তরের চেয়ে ঢাকায় শীত বেশি, থাকবে আরও দুইদিন

হাড়কাঁপানো শীতে কাহিল সারা দেশ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহ বইছে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে। একদিকে প্রচণ্ড শীত, অন্যদিকে কনকনে বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। শীতের এই প্রকোপে কাঁপছে রাজধানীবাসীও। উত্তরাঞ্চলের চেয়ে ঢাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। সারা দেশে বয়ে যাওয়া শীতের এই দাপট আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ‘গতকালের তুলনায় আজকে তাপমাত্রা একটু বেড়েছে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আজ যা বেড়ে হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে আজকে তাপমাত্রা একটু উঠতির দিকে। বর্তমানে কুয়াশার কারণে শীতের প্রকোপটা একটু বেশি।
এই আবহাওয়াবিদ আরও জানান, ‘আগামীকাল থেকে কুয়াশা কমতে শুরু করবে। এছাড়া আগামী রবিবার থেকে সূর্যের আলোর দেখা মিলতে পারে। আর তখন থেকেই শীতের প্রকোপ কমতে শুরু করবে।’
বজুলুর রশিদ আরও জানান, দিনের বেলার উত্তরাঞ্চলের চেয়ে ঢাকার ঠান্ডা বেশি। ঢাকায় রাতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস ও দিনে ছিল সর্বোচ্চ ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ রাজধানীতে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য নেমে এসেছে ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
অন্যদিকে রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। পার্থক্য ৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলায় ঢাকায় তাপমাত্রা কম থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। ময়মনসিংহেও সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস।
মূলত যে এলাকায় কুয়াশা বেশি সেই এলাকায় শীতের প্রকোপটা বেশি। এ কারণে দিনের তাপমাত্রা বাড়ছে না। এক্ষেত্রে আরও দুইদিন শীতের এমন অবস্থা থাকতে পারে বলে জানান বজলুর রশিদ।
এদিকে শুক্রবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ছয়টা ৩৭ মিনিটে।
ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এসএস/এমআর

মন্তব্য করুন