মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, ইরানে একজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৫, ১৫:১২| আপডেট : ১৬ জুন ২০২৫, ১৬:১৭
অ- অ+

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরান তার দেশের একজন নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে। ওই ব্যক্তির নাম ইসমাইল ফিকরি।

ইরানি বিচার বিভাগের ঘনিষ্ঠ সংবাদ সংস্থা মিজান অনলাইন এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইসমাইল ফিকরিকে গ্রেপ্তার করে ইরানের নিরাপত্তা বাহিনী। তদন্ত ও বিচার শেষে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর আজ ফিকরির ফাঁসি কার্যকর করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফিকরি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ছিলেন এবং দেশের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করতেন। তিনি ইসরায়েলের মোসাদের দুই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগে ছিলেন বলে দাবি করা হয়।

মিজান অনলাইন জানায়, এ ঘটনাকে ইরানের বিচার বিভাগ ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের জন্য একটি ‘বড় ধাক্কা’ হিসেবে অভিহিত করেছে। তবে ইসরায়েল থেকে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি।

(ঢাকাটাইমস/১৬জুন/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা