এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৫, ১২:০১| আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:৪০
অ- অ+

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। এই পরিস্থিতিতে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে ঘিরে বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কেন্দ্রগুলোতে বাধ্যতামূলকভাবে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী, শিক্ষক, কর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। কেন্দ্রের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখাও বাধ্যতামূলক। একইসঙ্গে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে কেন্দ্রের ভেতর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে অবশ্যই মশা নিধনের ওষুধ স্প্রে করতে হবে। এ কাজে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়ার কথাও বলা হয়েছে।

স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে পরীক্ষা কক্ষের আসন বিন্যাস শিক্ষা বোর্ডের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী করতে বলা হয়েছে। প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সক্রিয় রাখতে হবে এবং সংশ্লিষ্ট সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে।

এছাড়া স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রচারণা চালানোর ওপর জোর দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবকদের জটলা রোধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ১১ থেকে ২১ আগস্টের মধ্যে।

উল্লেখ্য, দেশে ২০২০ সালে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর একাধিক দফায় সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। যদিও পরিস্থিতির উন্নতির পর সেগুলো শিথিল করা হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ে সংক্রমণ ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা বোর্ড সতর্কতামূলক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা