সপ্তাহে তিন দিন ছুটির খবর সঠিক নয়: ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৯ | প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:৩৩

সম্প্রতি বিশ্বের বেশিরভাগ সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হয় ফিনল্যান্ড। এসব খবরে বলা হয়- দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী সাপ্তাহিক কর্মদিবস পাঁচদিন থেকে কমিয়ে চারদিন করেছেন। এবং সাপ্তাহিক ছুটি দুই দিনের স্থলে তিন দিনের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই খবর সঠিক নয় বলে জানিয়েছে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর।

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিনের অফিস থেকে এক টুইট বার্তায় জানানো হয়েছে, এই রকম কোনো বিষয়ে এখনই চিন্তাভাবনা করছেন না প্রধানমন্ত্রী।

মঙ্গলবার করা ওই টুইটে বলা হয়, ‘সপ্তাহে চার দিন কাজ চালুর বিষয়ে তার সরকারের কোনো পরিকল্পনা নেই এবং এই নিয়ে কোনোরকম কথাবার্তা শুরু হয়নি। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার আগে একটি আলোচনা সভায় মারিন বলেছিলেন যে, সপ্তাহে চার দিন কাজ ভবিষ্যতে চালু হতেই পারে। তার থেকেই কোনোভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।’

গত আগস্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির ১২০তম প্রতিষ্ঠা দিবসের বক্তৃতায় সানা মারিন বলেছিলেন, ‘সপ্তাহে চার দিন কাজ শুরু হলে সাধারণ মানুষ তাদের পরিবার ও নিজের হবির জন্য আরও বেশি সময় বের করতে পারেবেন।’

ফিনল্যান্ডের মানুষ বর্তমানে দৈনিক আট ঘণ্টা করে সপ্তাহে পাঁচ দিন কাজ করেন।

ঢাকা টাইমস/০৮জানুয়ারি/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :