পিএসজি ছাড়তে প্রস্তুত কাভানি

ক্লাব ছাড়তে চান প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা স্ট্রাইকার এডিনসন কাভানি। পিএসজি কোচ টমাস টুখেলকে ইতোমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন তার সিদ্ধান্তের কথা।
অ্যাতলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী গতকালেই প্যারিসে পৌঁছেছেন কাভানির দলবদলের ব্যাপারে দার দল পিএসজির প্রেসিডেন্টের সাথে আলোচনা করতে। ফলে কাভানিকে গতকালের ম্যাচের স্কোয়াডেও রাখেননি পিএসজি বস টুখেল।
এল সিরুনগুইতোর মতে ইতিমধ্যেই কাভানি তার কোচকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ইতালিয়ান সাংবাদিক নিকোলা শিরা জানিয়েছেন, কাভানির সাথে ৩ বছরের চুক্তির বিষয়েও একমত হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
এবারের মৌসুমে পিএসজির হয়ে মাত্র কয়েকটি ম্যাচে মাঠে নেমেছেন ৩২ বছর বয়সী কাভানি। ১৪ ম্যাচে মাঠে নেমে সর্বসাকুল্যে করেছেন মাত্র ৫টি গোল এবং ১টি এসিস্ট!
(ঢাকাটাইমস/১৬ জানুয়ারি/এআইএ)

মন্তব্য করুন