রোনালদোর সঙ্গে দ্বৈরথ চলবেই: মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২০, ১৪:৪১
অ- অ+

গত এক দশক ধরে বিশ্ব ফুটবলকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ফুটবলবিশ্ব কোনো ক্রমেই এই দুইয়ের থেকে মুক্তি পাচ্ছে না। প্রায় এক দশক ধরে দুজনের ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শনের লড়াই হয়েছে স্প্যানিশ ফুটবলে। রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন দুই বছর হতে চলল। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে সেই দ্বৈরথের দিনগুলো ভুলতে পারছেন না বার্সেলোনার প্রাণভোমরা মেসি।

স্প্যানিশ লা লিগার ওয়েবসাইটে সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমার আর রোনালদোর দ্বৈরথ নিয়ে প্রচুর আলোচনা হয়। আমার ধারণা, লোকে এই আলোচনা করে মজাও পায়। এই দ্বৈরথ থাকবে চিরকাল। এটা অবশ্যই স্পেশাল। অনেক বছর ধরে এই লেভেলে নিজেদের রেখে দেওয়া সত্যি কঠিন। দুজনে যেখানেই খেলি না কেন, এই লড়াই থাকবে।’

রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর পাওয়ার পরে মেসি অনেকটাই এগিয়ে গিয়েছেন। তবুও দুজনে সমানতালে ছুটেছেন বিশ্বসেরা হওয়ার দৌড়ে। একই দেশের লিগে না খেললেও মৌসুম শেষে দুজনের সঙ্গে তুলনা আসবেই।

মেসির কথায়, ‘আমার কাছে এই ব্যাপারটা একান্ত ব্যক্তিগত পর্যায়ে। মনে মনে এটা নিয়ে ভাবতে আমারও ভালো লাগে। তাই আমার মনে হয়, এই (মেসি-রোনালদো) আলোচনা চলতেই থাকবে।’

সেখানে মেসিকে প্রশ্ন করা হয়েছিল, যেখানে খেলতে যান, সেখানে মার্কারের কবলে পড়তে হয়। সেক্ষেত্রে ভালো মার্কার হিসেবে কার নাম বলবেন? মেসির উত্তর ছিল, ‘সে ভাবে কাউকে মনে পড়ে না। কারণ, আমি বরাবরই মার্কারের কবলে পড়ি। ছোট, বড় সব ধরনের ম্যাচে।’

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা