পাকিস্তান সফরে রিয়াদদের শুভকামনা সাকিবের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৯:২৮| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:০৮
অ- অ+

আইসিসির নিষেধাজ্ঞার খপ্পরে পড়া জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আসন্ন পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের নিরাপদ ও সফল সফরের জন্য শুভকামনা জানিয়েছেন।

বুধবার ডেইলি স্টার প্রাঙ্গণে এ বামহাতি অলরাউন্ডার লাইফবয়ের সাথে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে কথা বলেন তিনি এবং বাংলাদেশ দল যাতে সফলভাবে সিরিজ সমাপ্ত করতে পারে সেজন্য শুভকামনা জানান।

‘আমি আশা করি সবাই নিরাপদে পাকিস্তান ভ্রমণ করবে এবং সাফল্যের সাথে ফিরে আসবে। শ্রীলঙ্কা তাদের সাম্প্রতিক সফরে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। বাংলাদেশ দলেরও পাকিস্তানে জয়ী হওয়া উচিত,’ বলেন সাকিব।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় বুধবার রাত ৮টায় লাহোরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। একইদিন স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় পাকিস্তান পৌঁছাবে টাইগাররা।

তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সফর অনুষ্ঠিত হবে তিন ধাপে।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ এবং ২৭ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে।

এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট খেলতে ফের পাকিস্তান যাবে বাংলাদেশ। করাচিতে ওয়ানডে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে ম্যাচ এবং পরে ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মো. মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা