বিগ ব্যাশে ডি ভিলিয়ার্সের তাণ্ডব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:২১
অ- অ+

বন্ধু ক্রিস লিনের ডাকে সাড়া দিয়ে বিগ ব্যাশ খেলতে গিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। অভিষেক ম্যাচে দুরন্ত ক্যাচ ধরে শিরোনামে এসেছিলেন। শনিবার মেলবোর্ন স্টার্স-এর বিরুদ্ধে এবি করলেন মাত্র ৩৭ বলে ৭১ রান। তাঁর ইনিংস সাজানো রয়েছে দুটি চার ও ৬টি ছক্কায়। তার মধ্যে দিলবর হুসেনের বলে যে ছক্কাটি হাঁকান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, তা নিয়ে জোর চর্চা সোশ্যাল মিডিয়ায়। মনে করিয়ে দিলেন আগের সেই এবিডি-কে।

কেন যে তাঁকে বিশ্বকাপে দলে নিল না প্রোটিয়া ব্রিগেড তা এখনও রহস্যই। এ দিন শুরুর দিকে ছন্দে ছিলেন না এবিডি। পরের দিকে ডি ভিলিয়ার্স গিয়ার বদলান।

মেলবোর্ন স্টার্সসের বিরুদ্ধে ব্রিসবেন হিট ২০ ওভারে করে পাঁচ উইকেটে ১৮৬ রান। এবি ডি সর্বোচ্চ রান করেন। অধিনায়ক ক্রিস লিন ৩১ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। বেন কাটিং ওপেন করতে নেমে ২২ বলে ২২ রান করেন। ব্রিসবেন হিটের রান তাড়া করতে নেমে মেলবোর্ন স্টার্সের ইনিংস ১৭.৪ ওভারেই শেষ হয়ে যায়।

১১৫-র বেশি রান করতে পারেনি ম্যাক্সওয়েলের মেলবোর্ন স্টার্স। ব্যাট হাতে ম্যাড ম্যাক্স করেন মাত্র ১ রান। তিনি ব্যর্থ হওয়ায় দলও ম্যাচ জিততে পারেনি।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা