অস্কার জিতলেন সাকিব!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০২
অ- অ+

আইসিসির দেওয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে দূরে থাকলেও ক্রিকেটই সাকিবকে খুঁজে নিচ্ছে। পুরণো কীর্তির জন্য আরো একবার আলোচনায় নির্বাসিত অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান সুপার লিগে (সিপিএল) বোলিং ক্যাটাগরিতে সেরা বোলিং ফিগারের রেকর্ডধারী হিসেবে অস্কার জিতেছেন বাংলাদেশের ক্রিকেটের এই পোস্টারবয়। সিপিএলের প্রথম আসরে বল হাতে ৬ উইকেট নেওয়ায় অস্কারের ভূষিত হন তিনি।

২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ত্রিনবাগো রাইডার্সের বিপক্ষে বার্বাডোসের হয়ে ৪ ওভারে মাত্র ৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন সাকিব। সিপিএলে সাকিবের সেই রেকর্ড আজও সিপিএলের সেরা বোলিংয়ের রেকর্ড হিসেবে অক্ষত আছে।

সেদিনের সে কীর্তির কারণে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং স্পেল ক্যাটাগরিতে অস্কার জিতেছে সাকিব। সিপিএলের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিবের আগুন ঝড়া ঐ বোলিংয়ের একটি ভিডিও প্রকাশ করেছে।

বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান ক্রিকেটের বাইরে আছেন অনেকদিন। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি টিভি বিজ্ঞাপনে মাঠের বাইরেও সময়টা বেশ ভালোই কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদকবিরোধী অভিযানের নামে লুটপাট, সাবেক ডিবিপ্রধান হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত
গোলাম দস্তগীর পরিবারের ৩০ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা