মেলায় রহমান ম‌ুফি‌জের ক‌বিতার বই 'মাউথ অর্গান যেভা‌বে বা‌জে'

নিজস্ব প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৩
অ- অ+

এবা‌রের বই‌মেলায় প্রকাশ হ‌য়ে‌ছে ক‌বি রহমান ম‌ুফি‌জের কাব‌্যগ্রন্থ 'মাউথ অর্গান যেভা‌বে বা‌জে'। বই‌টি প্রকাশ ক‌রে‌ছে অনার্য পাব‌লি‌কেশন্স লি‌মি‌টেড। বই‌টি অনার্য পাব‌লি‌কেশ‌ন্সের স্টল ছাড়াও উ‌দীচীর স্ট‌লে পাওয়া যা‌চ্ছে।

'মাউথ অর্গান যেভা‌বে বা‌জে' রহমান ম‌ুফি‌জের চতুর্থ কাব‌্যগ্রন্থ। এর অা‌গে প্রকাশ হ‌য়ে‌ছে বিপরীত বিনাশ, বিষনগর এবং রহমান বা‌ড়ি যাও।

মাউথ অর্গান যেভা‌বে বা‌জে' কাব‌্যগ্রন্থ‌টি‌তে ৩৬ টি ক‌বিতা র‌য়ে‌ছে। বই‌টির প্রচ্ছদ ও অলঙ্করণ ক‌রে‌ছেন ক‌বি নি‌জেই। কেননা, তি‌নি একাধা‌রে ক‌বি ও চিত্রশিল্পী। গণমাধ‌্যমের স‌ঙ্গেও যুক্ত র‌য়ে‌ছেন। তি‌নি উদীচীর প্রকাশনা সম্পাদক হি‌সে‌বেও দায়িত্ব পালন কর‌ছেন।

মাউথ অর্গান যেভা‌বে বা‌জে বই‌টি উৎসর্গ করা হ‌য়ে‌ছে কথা সা‌হিত্যিক মারুফ রসূল।

বই‌টির দাম ১৬০ টাকা

ঢাকাটাইমস/২০ফেব্রুয়া‌রি/এ‌জেড

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা