চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৩
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।

নিহতরা হলেন- পৌর এলাকার পুরাতন প্রসাদপুর হঠাৎপাড়া এলাকার ইলিয়াস আলীর ছেলে জয়নাল আবেদিন টিটু (২৫) ও একই এলাকার খুদ্দম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)।

ওসি জসিম উদ্দিন জানান, সকালে রহনপুর থেকে নাচোল যাওয়ার পথে প্রসাদপুর হঠাৎপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের দুজনের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

চালক ও সহকারীকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা