মহেশপুর সীমান্তের ভারতীয় এলাকা থেকে বাংলাদেশির লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৮:২৪
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তের ভারতীয় এলাকা থেকে আমির হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ।

নিহত আমির হোসেন বাড়ি মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের টাঙ্গাইলপাড়ার বেলাল হোসেনের ছেলে। বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন শ্যামকুড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও নিহতের ফুপা খন্দকার আব্দুল করিম।

তিনি জানান, গত সোমবার রাত সোয়া ৮টার দিকে ৭/৮ জন দলের একটি দল গরু আনতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে। এসময় তারা ভারতের নদীয়া জেলার পাখিউড়া ক্যাম্পের বিএসএফ’র টহল দলের সামনে পড়ে। বিএসএফ’র তাড়া খেয়ে অন্যরা পালিয়ে এলেও আমির হোসেন ধরা পড়ে। আমির হোসেনের চিৎকার শোনা যাচ্ছিল। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

তিনি আরো বলেন, বিজিবির কাছে বিএসএফ’র দেয়া ছবি দেখে আমির হোসেনের মরদেহ বলে চিহ্নিত করেছি।

এ ব্যাপারে বিজিবি’র খালিশপুর ৫৮ ব্যাটলিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, তারা শুনেছেন শ্যামকুড় সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকা হতে বিএসএফ একটি লাশ উদ্ধার করে নিয়ে গেছে। সে বাংলাদেশি না ভারতীয় সে ব্যাপারে তারা নিশ্চিত নন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা