বাগেরহাটে থার্মাল স্ক্যানার দিলেন রুবেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২০, ২০:৫৪

করোনাভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বিপর্যন্ত। এই ভাইরাস মোকাবেলার জন্য বাংলাদেশে এখন সাধারণ ছুটি চলছে। এখন ঘর থেকে বের হতে পারছে না মানুষ। এতে খেটে খাওয়া মানুষ সবচেয়ে বিপাকে পড়েছে। এমন পরিস্থিতিতে যে যেভাবে পারছেন সামর্থ্য মতো অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনও এগিয়ে এসেছেন দুস্থ মানুষদের সহায়তার জন্য। এবার বাগেরহাটে শরীরের তাপমাত্রা নির্ণয়ের যন্ত্র থার্মাল স্ক্যানার দিলেন এই ক্রিকেটার। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রুবেল নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল হোসেন লিখেছেন, ‘আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাগেরহাটের সংসদ সদস্য শেখ তন্ময় ভাই, যে একটি দৃষ্টান্ত উদ্যোগ নিয়েছেন। ডক্টরের কাছে রোগী নয় রোগীর কাছে ডক্টর যে একটি মেডিকেল টিম গঠন করেছেন বাগেরহাটে। তা বাংলাদেশে ব্যাপকভাবে সাড়া দিয়েছে। তার যে এই চিন্তা শক্তি মেইনলি ওটা থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং তার সাথে আলোচনা করে কিছু ভাল পরামর্শ পেয়েছি। এবং যেহেতু আমি বাগেরহাটের সন্তান আমার নিজ দায়িত্ব থেকে এবং মানবতার বিষয়টি বিবেচনা করে আমি এই সিদ্ধান্তটি নিয়েছি। আজ করোনাভাইরাস শুধু বাংলাদেশে নয় সারাবিশ্ব এটা নিয়ে চিন্তিত। এই জীবন যুদ্ধে জিততে হলে চিকিৎসার যে ফর্মুলা সেটা আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও লক্ষ লক্ষ মানুষের জীবন যাচ্ছে কিন্তু কিছু সাবধানতা পারে আমাদের এই জীবনটাকে নিরাপদ রাখতে।’

তিনি আরো লিখেছেন, ‘আমরাই পারি আমাদের বাঁচাতে। তারই অংশ হিসেবে যে শরীরের জ্বর তাপমাত্রা কতটুকু আছে স্বাভাবিক পর্যায়ে থেকে অস্বাভাবিক পর্যায়ে গেলে যাতে আমরা সহজে অনুমান করতে পারবো। আর এই লক্ষণ নির্ধারণ করার জন্যই আসলে আমার মাথায় আসলো যে এতদিন তো খাবার দিলাম আর যেহেতু এখন এটা পুরো বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে তাই আমার কাছে মনে হল ইনফ্রারেড থার্মাল স্ক্যানার দিয়ে একটু সহযোগিতা করি। এতে করে শরীরের স্বাভাবিক তাপমাত্রা এটা নির্ণয় করা যায় আর নির্ণয় করলেই সবাই যে একটু দুশ্চিন্তায় আছেন একটু হলেও মুক্তি পাওয়া যায়। আর এই ভাবেই আসলে সবাই সচেতন থাকতে পারবো। আজ নিজে বাঁচলে বাংলাদেশ বাঁচবে। তাই আসুন আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসি। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা ভয়াবহ এই সংকটময় মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো।’

(ঢাকাটাইমস/১৫ এপ্রিল/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :