মাধবপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ এপ্রিল ২০২০, ১৪:৫৬

হবিগঞ্জের মাধবপুরে গরুর জন্য ঘাস কাটতে হাওরে গিয়ে বজ্রপাতে সিরাজ উদ্দিন (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার সকালে উপজেলার শাহজাহান ইউনিয়নের উত্তর সুরমা গ্রামের পশ্চিমে হাওরে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ উদ্দিন উত্তর সুরমা গ্রামের মৃত সাজ উদ্দিনের ছেলে।

ওই গ্রামের বাসিন্দা সাংবাদিক আইয়ুব খান জানান, কৃষক সিরাজ মিয়া শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের পাশে হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান। হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/১৭এপ্রিল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :