আবাসিক হোটেল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার

বগুড়া শহরের বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক নামের হোটেলের এক কক্ষ থেকে মা ও তার ১১ মাস বয়সি ছেলের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছে পুলিশ।
রবিবার থানায় ফোন দিয়ে মরদেহ পড়ে থাকার বিষয়টি জানায় হোটেল কর্তৃপক্ষ। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।
পুলিশ সূত্র জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পর তাদের নাম-পরিচয়সহ বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় মা ও শিশু ছেলেকে হত্যা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম।
(ঢাকা টাইমস/০২জুন/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন