সুন্দরী স্ত্রীকে জ্বালাতন করছেন শহীদ কাপুর!

ঘরবন্দী সেলিব্রেটিরা সময় কাটাচ্ছেন নানাভাবে। কেউ ঘরের কাজ কেউবা রান্না ব্যায়াম করা ইত্যাদি করেই দীর্ঘ লকডাউন মেনে চলছেন। শহীদ কাপুর ও তার স্ত্রী মীরাও এর ব্যতিক্রম নন।
সম্প্রতি এক বিকেলে শহীদ কাপুর ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যায় শহীদ কাপর তার ক্যামেরা টিভির দিকে তাক করে রেখে বলছেন 'এ মেরি সেক্সি-সেক্সি! কেয়া বলতা হ্যায়? সেক্সি ... "
তবে শহীদ কাপুর সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, 'কোয়ারান্টিনে আমরা আরো জ্ঞানী এবং পরিণত হচ্ছি।'
জানা যায়, অনেক বলিউড তারকারা মুম্বাই অ্যাপার্টমেন্টেই লকডাউনের সময়গুলো পার করলেও শহীদ ও তাঁর পরিবার পাঞ্জাবে তাদের সময় কাটাচ্ছেন। (ঢাকাটাইমস/১৯এপ্রিল/টিএটি

মন্তব্য করুন