ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ২০:১৭
অ- অ+

ক্রিকেট ছাড়া যেন জীবনযাপনই কঠিন হয়ে গেছে উল্লেখ করে যত দ্রুত সম্ভব খেলায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

জুয়াড়ির তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের স্থগিতসহ দু’বছরের নিষেধাজ্ঞার সময় পার করছেন সাকিব। যদি সবকিছু ঠিক থাকে, তবে চলতি বছরের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। তবে টি-২০ বিশ্বকাপ পেছানো না হলে, তার টুর্নামেন্ট মিস করার সম্ভাবনা রয়েছে। কিন্তু টুর্নামেন্ট যদি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়, তবে দলের সেরা খেলোয়াড়কে নিতে আইসিসিকে বোঝাবে বাংরাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিষিদ্ধ হবার আগে, সাকিব তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন এবং ২০১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স করে নতুন নজির স্থাপন করেন।

বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও ১১ উইকেট শিকার করেছিলেন সাকিব। যার মধ্য দিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ৫০০ এর বেশি রান ও ১০ উইকেট শিকারের ইতিহাস সৃষ্টি করেন তিনি।

সাকিব আল হাসান বলেছেন, ‘যত দ্রুত সম্ভব আমি ক্রিকেটে ফিরতে চাই। এই সময়টি কখন শেষ হবে, আমি তা ভাবছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, আমি যেখান থেকে শেষ করেছি, সেখান থেকে শুরু করতে পারি কিনা। আমার নিজের প্রত্যাশা পূরণ করাও আরও একটি বড় চ্যালেঞ্জ।’

আগে টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকলেও বাংলাদেশের ক্রিকেটে সব ফরম্যাটের অধিনায়কত্ব নিতে প্রস্তুত সাকিব। যদিও দলের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন সাকিব। কিন্তু বিসিবি তার উপর আস্থা রেখেছিল। তবে, দলে ফিরে আবারো নেতৃত্ব দিবেন কি-না সাকিব, সেটিই দেখার বিষয়।

অবশ্য সাকিব, এ ব্যাপারে সোজাসুজি কোনো উত্তর দেননি। কোনো সিদ্বান্ত নেয়ার আগে, প্রথমে ক্রিকেট মাঠে ফেরার ইচ্ছাই প্রকাশ করেছেন সাকিব।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, প্রথম বিষয়টি হলো, আমার নিজের প্রত্যাশা পূরণ করা। আমি যেখানে শেষ করেছি, সেখান থেকে শুরু করতে চাই। এরপরে আমি অন্যান্য বিষয়ে সিদ্বান্ত নেব।’

ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে ব্যাট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। টিম ম্যানেজমেন্টের অনীহা সত্বেও গত বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটও করেছিলেন সাকিব। দুর্দান্ত পারফরমেন্স করে সমালোচকদের মুখ বন্ধ করার পাশাপাশি নিজের কারিশমাও দেখিয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/১১ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাইলস্টোন ট্র্যাজেডি: রাইসা মনির কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা
চাঁদাবাজির টাকায় ইয়ামাহা মোটরসাইকেল কিনেছিলেন অপু, জব্দ করল পুলিশ 
রবিবার ঢাকায় তিন বড় সমাবেশ, বিকল্প রুট ব্যবহারের অনুরোধ ডিএমপির
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা