ভুল সিগন্যালেও চালকের সতর্কতায় রক্ষা পেল ট্রেন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২০, ২০:৩৬
অ- অ+

কুমিল্লার লাকসামে ভুল সিগন্যালেও চালকের সতর্কতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালবাহী একটি ট্রেন। মঙ্গলবার বিকালে লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় এক ঘন্টা বিলম্বে ট্রেনটি ওই জংশন থেকে ছাড়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন কন্টেইনার ট্রেন লাকসাম রেলওয়ে জংশনে প্রবেশ করছিল। এসময় ট্রেনটি রেলওয়ে জংশনের ৪ নং লাইন দিয়ে অতিক্রম করার জন্য সিগন্যাল দেওয়া হচ্ছিল। কিন্তু ওই লাইন দিয়ে শুধু যাত্রীবাহী ট্রেন চলাচল করার অনুমতি রয়েছে। ভুল সিগন্যাল দেখে ট্রেনটির চালক মামুনুর রশিদ ও সহকারী চালক নুরুন্নবী রেলওয়ে জংশনের হোম সিগন্যালের কাছে এসে ট্রেনটি দাঁড় করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

চালক মামুনুর রশিদ জানান, ৪ নং লাইন দিয়ে ট্রেনটি প্রবেশ করলে রেলওয়ে জংশনের ছাউনির সঙ্গে লেগে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা ছিল। আমি এবং আমার সহকারী বিষয়টি দেখে ট্রেনটি ধীর গতিতে চালানোর পাশাপাশি উর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাটি মুঠো ফোনে জানাই। পরবর্তিতে সংশ্লিষ্টদের সিদ্ধান্ত মোতাবেক ট্রেনটি ৫ নং লাইন দিয়ে লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করি।

এ ব্যাপারে লাকসাম রেলওয়ে মাস্টার সাহাব উদ্দিন জানান, বৈদ্যুতিক সমস্যার কারণে সিগন্যাল ভুলের ঘটনাটি ঘটতে পারে।

ঢাকাটাইমস/১২মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা