কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের চিকিৎসকদের আর্জি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ মে ২০২০, ১৩:১৯ | প্রকাশিত : ১৬ মে ২০২০, ০৯:৫৬

কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের চিকিৎসকরা পাচ্ছে না বেতন ও ঈদ বোনাস। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও মিলছে না কোনো সমাধান। উল্টো চাকরি হারানোর ভয় দেখানো হচ্ছে। এসব নিয়ে নাম পরিচয় না জানিয়ে কয়েকজন চিকিৎসক জানিয়েছেন পরিস্থিতির কথা।

চিকিৎসকরা জানান, আমরা সেন্ট্রাল মেডিকেল কলেজের (পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা) লেকচারার। আজ ১৩ই মে, কিন্তু এখনও আমাদের এপ্রিল মাসের বেতন ও বোনাস দেওয়া হয়নি। অফিসে ফোন করলে বলা হয় ৭০% বেতন দেওয়া হবে, বোনাস দেওয়া হবে না।

আজ আমরা সবাই মিলে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। উনি আমাদের বলেন, কলেজ ফান্ডে টাকা নাই। তাই, আমাদের বেতন ও বোনাস কর্তন করা হবে।

আমরা প্রিন্সিপাল মহোদয় এর কাছে এটাও সুপারিশ করেছি যে, কলেজ ফান্ডে একান্তই টাকার সংকট থাকলে এই মাসে যেন শুধু বোনাস দেওয়া হয়, এবং অফিসিয়ালি কাগজে কলমে ১০০ শতাংশ বেতন ইস্যু করে রাখা হয়।

যেহেতু স্টুডেন্টদের বেতন পরিশোধের উপর কলেজ ফান্ড চলে বলে উনাদের দাবি, তাই আমরা বলি, লকডাউন শেষে স্টুডেন্টরা তো তাদের সব বকেয়া বেতন পরিশোধ করবেই। তখন, ওই টাকা থেকে আমাদের এই মাসের বকেয়া বেতন যেন শোধ করা হয়।

এত, সহজ সমাধানেও কলেজ কর্তৃপক্ষ রাজি হয়নি। উপরন্তু, তারা পরবর্তীতে লেকচারার ছাটাই এর কথা বলে। আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলতে বলেন। ম্যানেজিং ডিরেক্টর বলেন যা বেতন দেয় তা যেন আমরা তুলে নেই, বাকি সব পরে দেখা যাবে।

আমরা BPMCA এর কথা বললে উনারা বলেন যে এইটা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাপার BPMCA কেউ না।

আজ মাসের ১৩ তারিখ উনারা এখনো এপ্রিল মাসের বেতন শীটও তৈরি করে নাই, বোনাসও দিবে না।

প্রসঙ্গত প্রিন্সিপাল নিজেও মালিক পক্ষের একজন। এইরূপ পরিস্থিতিতে আমরা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের প্রভাষকগণ আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা বিভিন্ন মিডিয়ায়, ডাক্তারদের পক্ষে আপনাদের আন্তরিকতা ও সংগ্রাম এর যে প্রচেষ্টা দেখেছি, তাতে এখন আপনারই আমাদের একমাত্র ভরসা।

ঢাকাটাইমস/১৬মে/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :