যে কারণে প্রীতির দল ছেড়েছিলেন অশ্বিন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১৭:১৬
অ- অ+

প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে কয়েক বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। একসময় ফ্র্যাঞ্চাইজির তরফে বলা হয়েছিল যে তাঁকে দিল্লি ক্যাপিটালসে পাঠানো হবে না। কিন্তু, সেই ঘোষণার এক বছরের মধ্যেই দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে চলে আসেন অফস্পিনার।

কেন হঠাৎ পাঞ্জাব ছেড়ে দিল্লিতে এলেন অশ্বিন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কারণ, পাঁচ মাস কেটে গেলেও প্রকৃত কারণ জানায়নি কিংস ইলেভেন দল বা ক্রিকেটার নিজে। অবশেষে মুখ খুললেন তিনি। দিল্লি ক্যাপিটালসকে আইপিএল জেতানোর জায়গায় নিয়ে যাওয়ার জন্যই তিনি দল পাল্টেছেন বলে জানিয়ে দিলেন অশ্বিন।

অশ্বিন বলেছেন, ‘আমি এমন একটা ফ্র্যাঞ্চাইজিতে এসেছি যারা গত বছর প্লে-অফে খেলেছিল। দলে ঋষভ পন্থ ও পৃথ্বী শ-র মতো দুর্দান্ত আকর্ষণীয় কয়েকজন ক্রিকেটারও রয়েছে। আমার অভিজ্ঞতা দলের কাজে লাগতে পারে বলে মনে হয়েছিল। যাতে দলের সুবিধা হবে। আমি যদি বোলিং বিভাগ শক্তিশালী করতে পারি, তবে আমরা খেতাবের দৌড়ে সামনে চলে আসব। সেই লক্ষ্য নিয়েই এসেছি এখানে।’

২০১৮ সালের আইপিএল নিলামে ৭.৬ কোটি রুপিতে কিংস ইলেভেন পাঞ্জাবে এসেছিলেন অশ্বিন। দুই বছর ধরে তিনি নেতৃত্বও দিয়েছেন দলকে। ২০১৮ সালের আইপিএলে ভাল শুরু করেও পরের দিকে দিশা হারিয়ে ফেলে দল। ২০১৯ সালের আইপিএলে অবশ্য ১৪ ম্যাচের মধ্যে মাত্র ছয়টিতে জিতে ষষ্ঠ স্থানে ছিল পাঞ্জাব।

(ঢাকাটাইমস/২৩ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা