ধুনটে বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ১৩:২৭
অ- অ+

বগুড়ার ধুনটে বিষাক্ত মদপানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। মদপান করার পর বুধবার রাতে একজন বাড়িতে এবং একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মৃতরা হলেন আল আমিন (২৮) ও আব্দুল আলিম (৩০)। দুজনের বাড়ি উপজেলার ঈশ্বরঘাট গ্রামে।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় আল আমিন এবং আব্দুল আলিমসহ আরও দুইজন ঈশ্বরঘাট বাজারে এক সঙ্গে মদ পান করেন। এদের মধ্যে আল আমিন রাতেই অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। আব্দুল আলিম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়। অপর দুজন অসুস্থ অবস্থায় আত্মগোপন করে আছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দু বালা জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মদজাতীয় কিছু পান করে দুইজনের মৃত্যু হয়েছে।

ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা