দক্ষিণখানে ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ২২:৩৪
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর দক্ষিণখানের জামতলা রেলগেইটের সামনে থেকে শনিবার আল আমিন তালুকদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে তাকে আটকের সময় ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা, একুশে বার্তা ডটকম নামে একটি পোর্টালের পরিচয়পত্র ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আটককৃত আল আমিন নিজেকে একুশে বার্তা ডটকমের প্রধান প্রতিবেদক বলে দাবি করেছেন।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) মুনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আল আমিন তালুকদার নামের এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তিনি নিজেকে একুশে বার্তা ডটকমের প্রধান প্রতিবেদক দাবি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে উত্তরাবাসী জানায়, বিভিন্ন পত্রিকার পরিচয় দিয়ে উত্তরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, প্রতারণা ও ব্লাকমেইল করে আসছে সাংবাদিক নামধারী চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা। যার ফলে প্রতিনিয়তই সাধারণ জনগণকে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তে হয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।

(ঢাকাটাইমস/৩০মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরিয়ে দেওয়া হলো জিএমপি কমিশনার ড. নাজমুল করিমকে
দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম
চট্টগ্রামে সোনালী ব্যাংকের গ্রাহক সেবা পক্ষ শুরু
এআই যুগে গার্ডিয়ানের নতুন অ্যাপ বদলে দিচ্ছে ইন্স্যুরেন্স সেবার ধারণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা