র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ারের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ০৭:২৮| আপডেট : ০৭ জুন ২০২০, ১০:১৪
অ- অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের করোনা শনাক্ত হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে তার ফলাফল পজিটিভ আসে। তবে তিনি পুরোপুরি সুস্থ আছেন।

রাতেই ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন সারওয়ার আলম। তিনি জানান, ‘কোভিড-১৯ পরীক্ষার পর ফলাফল পজিটিভ এসেছে। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি।’ তিনি সবার কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন।

করোনা শনাক্তের পর বর্তমানে তিনি বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

পুলিশের এলিট ফোর্স র‌্যাবে যোগদানের পর থেকে সবসময় আলোচিত ছিলেন ম্যাজিস্ট্রেট সারওয়ার। মেধাবী ও সৎ অফিসার হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। বিশেষ করে ভেজাল খাদ্য, নকল কসমেটিকস ছাড়াও অবৈধ হাসপাতাল পরিচালনা, মাদকবিরোধী অভিযান এবং আলোচিত ক্যাসিনো অভিযানে সামনের সারিতে থেকে অভিযান পরিচালনা করেছেন তিনি।

এছাড়া ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক-গ্লাভসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ম্যাজিস্ট্রেট সারওয়ার। তাছাড়া রমজানের শুরুতেও বেশ কয়েকটি ভেজালবিরোধী অভিযান এবং হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন তিনি।

(ঢাকাটাইমস/৭জুন/এসএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার সারওয়ার
নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: লায়ন ফারুক
ডিএসইসির ফ্যামিলি ডে ৬ জুলাই
কুমিল্লায় একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা