করোনায় আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:১৭

করোনায় আক্রান্ত আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ কার্লোস বিলার্দো। ১৯৮৬–র বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ছিলেন তিনি। তবে করোনার উপসর্গ নেই ৮২ বছরের বিলার্দোর শরীরে। মস্তিষ্কের বিরল সমস্যা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি আছেন বিলার্দো। সেই হাসপাতালেই ১০ জন রোগীর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। চিকিৎসকদের অনুমান, সেখান থেকেই বিলার্দোর শরীরে সংক্রমণ ঘটেছে।

গত বছর জুলাই থেকেই হাসপাতালে চিকিৎসা চলছে বিলার্দোর। তাঁর পুরনো ক্লাব এস্তোদিয়ান্তেস চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করছে। শুক্রবারই ক্লাবের তরফে টুইট করে বলা হয়েছে, ‘‌আমরা এই ম্যাচটায় তোমার পাশে আছি বিলার্দো।’‌

১৯৮২ থেকে ১৯৯০ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ছিলেন বিলার্দো। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। অসাধারণ ফুটবল উপহার দিয়েছিলেন মারাদোনা। ১৯৯০ ফাইনালে জার্মানির কাছে হেরে যায় বিলার্দোর আর্জেন্টিনা। ফুটবল কোচিংয়ের পাশাপাশি পেশায় চিকিৎসকও ছিলেন বিলার্দো।

(ঢাকাটাইমস/২৭ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :