ঝিনাইদহে করোনা উপসর্গে আরো একজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৭:০৪| আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৭:১৬
অ- অ+

ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আনিছুর রহমান নামের আরো একজন মারা গেছেন। তিনি শৈলকুপা উপজেলার কাচেরকোল গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।

জেলা বিএমএর সাধারণ সম্পাদক ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন জানান, আনিছুর রহমান শ্বাসকষ্ট, সর্দি, কাশি নিয়ে ভুগছিলেন। গেল রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। সম্প্রতি তিনি ঢাকা থেকে নিজ গ্রামে এসেছিলেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথের অনুমতিতে ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্যরা জানাযা শেষে স্থানীয় গোরস্থানে বৃহস্পতিবার রাতে তাকে দাফন করেন।

জানাজার সময় দাফন কমিটির সদস্য ছাড়াও স্থানীয় কোনো লোকজনকে পাওয়া যায়নি। করোনা উপসর্গ মৃত্যুতে এলাকা মানুষ শূন্য হয়ে যায়। লাশ বহনের জন্য একজন ভ্যানচালক এলেও তাকে লাশ বহন করতে দেয়া হয়নি।

এ পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহে মৃত ১৫টি লাশ দাফন সম্পন্ন করেছে ইসলামিক ফাউন্ডেশনের দাফন কমিটি ।

(ঢাকাটাইমস/৩জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা