চেকপোস্টে র‌্যাব দেখে ইয়াবা ফেলে পালাচ্ছিল তারা!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১১:৫৩| আপডেট : ১১ জুলাই ২০২০, ১৬:৪৩
অ- অ+

শুক্রবার দিবাগত রাত দেড়টা। ইয়াবার একটি চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর যাচ্ছিল। এমন খবরে রাজধানীর শ্যামলীতে নিরাপত্তা চৌকি বসায় র‌্যাব। প্রতিটি গাড়ি তল্লাশির সময় একটি সিএনজি থেকে তিনজন ব্যক্তি পালিয়ে যায়। এসময় র‌্যাব সদস্যরাও তাদের পিছু নেয়। কিছুদূর যাবার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকি একজন পালিয়ে যায়। পরে সিএনজিতে থাকা আটকৃতদের ব্যাগ তল্লাশি করে ১১হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।

তারা হলেন- মোহাম্মদ হৃদয় হোসেন ও মোহাম্মদ আনাস। আর পালিয়ে যাওয়া ব্যক্তির নাম হেলাল।

শনিবার সকালে ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন।

তিনি বলেন, 'রাতে চোকপোস্টে গাড়ি তল্লাশির সময় ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন পালিয়ে গেছে। চক্রটি ইয়াবার চালান কুমিল্লা থেকে ঢাকার হেমায়েতপুর নিয়ে যাচ্ছিলো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।' মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

ঢাকাটাইমস/১১জুলাই/এসএস/এমার

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফের পাহাড়ে বিপুল অস্ত্র ও মাদক জব্দ, অপহৃত ব্যক্তি উদ্ধার
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা